25 JULY, 2023
BY- Aajtak Bangla
কলকাতায় হলুদ ট্যাক্সি এবার App-এ, কীভাবে?
কলকাতা মানেই পরতে পরতে ইতিহাস। এই শহরের প্রতিটি কোণায় ঐতিহ্য।
কলকাতা শহরের নিজস্ব বৈশিষ্ট রয়েছে। যেমন ভাঁড়ের কাপে চা, ভিক্টোরিয়া, ময়দান, আরও অনেক।
সব কিছুর মধ্যে একটি অন্যতম আকর্ষণ হল কলকাতার হলদে ট্যাক্সি।
কলকাতার বিখ্যাত সেই হলুদ ট্যাক্সি নিয়ে এবার এল এক নতুন বার্তা।
এবার থেকে হলুদ ট্যাক্সি চলবে অ্যাপের মাধ্যমে।
স্মার্ট ফোন আঙুল বুলিয়ে বুক করা যাবে কলকাতার নস্টালজিয়াকে। অ্যাপের নাম - 'যাত্রী সাথী'।
রাজ্য সরকারের তরফে নয়া এই অ্যাপ আনা হয়েছে। ইতিমধ্যেই হাওড়া - শিয়ালদা স্টেশনের হাজারেরও বেশি ট্যাক্সিচালক এই অ্যাপ ডাউনলোড করেছেন।
এরপর প্রাইভেট ক্যাবকেও রাজ্য সরকারের এই নয়া অ্যাপের আওতায় নিয়ে আসা হবে।
সূত্রের খবর, অগাস্টেই বাণিজ্যিক ভাবে সরকারের এই অ্যাপ চালু হয়ে যাবে।
Related Stories
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট
আজ সোনার দাম কত? রইল আপনার শহরের রেট
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট
সস্তা হলো টমেটো, দাম কত জানিয়ে দিল কেন্দ্র সরকার