26 JULY, 2023

BY- Aajtak Bangla

মাসে মাসে টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করবেন কীভাবে?

রাজ্য সরকারের নানা প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার দারুণ জনপ্রিয়। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের মাসে মাসে ভাতা দেওয়া হয়।

২৫ থেকে ৬০ বছর বয়সী তফসিলি জাতি বা জনজাতি পরিবারের মহিলারা মাসিক ১০০০ টাকা এবং অন্য পরিবারের মহিলারা মাসে ৫০০ টাকা করে ভাতা পান।

আবারও দুয়ারে সরকার শিবির শুরু হবে। তাই আজকে আমরা জানব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন কীভাবে করতে হবে তার বিষয়ে।

আবেদন করতে লাগবে-স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তফসিলি জাতি বা তফসিলি জনজাতি শংসাপত্রের জেরক্স, ব্যাঙ্কের পাসবইয়ে অ্যাকাউন্ট নম্বর, ব্য়াঙ্কের ঠিকানা, IFSC কোড এবং MICR কোড।

এছাড়াও লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ফটো। আবেদনকারীকে একটি ঘোষণাপত্র দিতে হবে। তাতে জানাতে হবে যে আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা।

এছাড়াও, তিনি কোনও সরকারি/ সরকারি নিয়ন্ত্রাধীন সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত. পৌরনিগম/পুরসভা/ স্থানীয় স্বশাসিত সংস্থা/ সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে চাকরি করে মাসিক উপার্জন করেন না।

এছাড়াও জানাতে হবে যে আবেদনপত্রে দাখিল করা সমস্ত তথ্য সত্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে বিশদে জানা যাবে wbcdwdsw.gov.in এই ওয়েবসাইটে। এখান থেকে ফর্মও পাওয়া যাবে।

ফর্ম ডাউনলোড করে প্রিন্টআউট করতে হবে। এরপর পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে।