BY- Aajtak Bangla
01 JANUARY, 2024
বাংলায় যা অধিবর্ষ, ইংরেজিতে তাকেই বলে লিপ ইয়ার (Leap Year)। ক্যালেন্ডারের পাতায় চার বছর পর একদিন বেশি পাওয়া যায়। সেটাই লিপ ইয়ার।
সাধারণত, প্রতি বছরে ৩৬৫টি দিন থাকে। লিপ ইয়ারে থাকে এক দিন অতিরিক্ত। সেখানেই তার বিশেষত্ব। লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসে ওই বাড়তি দিনটিকে যোগ করে ২৯ দিনের মাস হিসাব করা হয়।
পৃথিবী সূর্যের চারদিকে যে গতিতে ঘোরে, তার ভিত্তিতে বছরের হিসাবও মেলানো হয়। সূর্যকে এক বার প্রদক্ষিণ করতে পৃথিবীর ৩৬৫ দিন বা এক বছর সময় লাগে।
হিসাব করে দেখা যায়, সূর্যের চারপাশে এক বার ঘুরে আসতে পৃথিবী ৩৬৫ দিনের চেয়ে সামান্য বেশি সময় নেয়। সময় লাগে আরও এক দিনের এক চতুর্থাংশ।
বছরের পর বছর এই এক চতুর্থাংশ দিন হিসাবে ধরা হতো না। ফলে তা অতিরিক্ত হিসাবে জমে যেত প্রতি বছর। ক্যালেন্ডারের এই গরমিল প্রথম চোখে পড়ে রোম সম্রাট জুলিয়াস সিজারের আমলে।
নতুন করে আবার ক্যালেন্ডার তৈরি করা হয়, শুরু হয় নতুন করে দিন গণনা। অনেক ইতিহাসবিদের মতে, সিজারই প্রথম চার বছর অন্তর একটি অতিরিক্ত দিন যোগ করে নতুন ক্যালেন্ডারের প্রচলন করেন।
সেই থেকে শুরু হয় লিপ ইয়ারের হিসাব। ১৫৮২ খ্রিস্টাব্দে ওই হিসাব আবার খানিকটা বদলে যায়। শুরু হয় নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের গণনা।
পোপ ত্রয়োদশ গ্রেগরি এই হিসাব মেলানোর জন্য বছরের শেষ থেকে বাড়তি দিনটি নিয়ে আসেন ফেব্রুয়ারি মাসে। একটি বাড়তি দিন পায় ২৮ দিনের ফেব্রুয়ারি।
সেই থেকে চার বছর অন্তর ফেব্রুয়ারির দিনসংখ্যা হয় ২৯। সাধারণত, যে বছরগুলিকে চার দিয়ে ভাগ করা যায়, সেগুলি লিপ ইয়ার। তবে শতবর্ষগুলিতে আবার কিছুটা ব্যতিক্রম রয়েছে।