24 JULY, 2023
BY- Aajtak Bangla
LIC-এর জীবন লাভ পলিসিতে মেয়াদপূর্তির পর পলিসি ধারকরা এককালীন টাকা পান।
পলিসি হোল্ডারের মৃত্যুতে তাঁর পরিবার আর্থিক সাহায্যও পাবেন।
LIC-এর এই পলিসি নন-লিঙ্কড প্ল্যান। অর্থাৎ এটি শেয়ার বাজারের উপর নির্ভর করে না। তাই এটি আরও নিরাপদ বিনিয়োগ বলে মনে করা হয়।
যদি ২৫ বছর বয়সে একটি জীবন লাভ পলিসি করেন, সেক্ষেত্রে মেয়াদপূর্তিতে ৫৪ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
এর জন্য ২০ লক্ষ টাকার বিমা করতে হবে। প্রতি বছর ৯০,৮৬৭ টাকা করে প্রিমিয়াম জমা করতে হবে।
অর্থাত্, প্রিমিয়ামের অঙ্ক মাসে ৭,৫৭২ টাকা। দিনে ২৫২ টাকা করে বিনিয়োগ করতে হবে।
জীবন লাভ পলিসি ম্যাচিওর হলে ৫৪ লক্ষ টাকা ফেরত পাবেন। এই পলিসি কেনার ন্যূনতম বয়স ১৮ বছর। সর্বোচ্চ বয়স ৫৯ বছর।
পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি বিমার সুবিধা পাবেন।
LIC-র এই প্ল্যানের প্রেক্ষিতে বিনিয়োগকারী ব্যক্তি ঋণও নিতে পারবেন।