BY: Aajtak Bangla 

দেশের সবচেয়ে সুরক্ষিত ব্যাঙ্ক কারা? 

19 APRIL 2023

ব্যাঙ্ক নিয়ে চিন্তিত

সম্প্রতি আমেরিকায় দুটি ব্যাঙ্ক ডুবে যাওয়ার পর ভারতের মানুষও ব্যাঙ্ক নিয়ে চিন্তিত।

RBI তালিক প্রকাশ করেছে

২০২৩ সালের শুরুতে, RBI ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইমপোর্ট্যান্ট ব্যাঙ্কস (D-SIBs) ২০২২-এর তালিকা প্রকাশ করা হয়েছে। 

দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্ক

এই তালিকায় দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলির কথা বলা হয়েছে। RBI প্রকাশিত তালিকায় বলা হয়েছে, কোন ব্যাঙ্কে আপনার টাকা নিরাপদ আর কোনটিতে নেই?

৩টি ব্যাঙ্ক রয়েছে

দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকায় একটি সরকারি ও দুটি বেসরকারি ব্যাঙ্কের নাম অন্তর্ভুক্ত করেছে রিজার্ভ ব্যাঙ্ক। 

কারা রয়েছে

পাবলিক সেক্টর থেকে এতে SBI -এর নাম রয়েছে।

সুরক্ষিত বেসরকারি ব্যাঙ্ক

বেসরকারি ব্যাঙ্কের তালিকায়  HDFC এবং  ICICI ব্যাঙ্কের নাম রয়েছে।

ভবিষ্যতে সমস্যা হবে না

অর্থাৎ, আপনার অ্যাকাউন্ট যদি SBI, HDFC বা ICICI-তে  থাকে তাহলে ভবিষ্যতে আপনার কোন সমস্যা হবে না। 

SBI -এর গ্রাহক সংখ্যা  ৪৪ কোটি

SBI দেশের পাবলিক সেক্টরের বৃহত্তম ব্যাঙ্ক। সারা দেশে ২২,০০০-এর বেশি ব্রাঞ্চ রয়েছে এসবিআইয়ের।