BY- Aajtak Bangla

কবে ভোট আপনার কেন্দ্রে? জেনে নিন

16 March, 2024

দিল্লি দখলের লড়াইয়ে সাত দফায় নির্বাচন হবে। এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাংলাতেও সাত দফায় হবে এই নির্বাচন। এক ঝলকে দেখে নেওয়া যাক, ৪২টি আসনে কবে কোথায় ভোট।

১৯ এপ্রিল শুক্রবার ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন আসনে।

২৬ এপ্রিল শুক্রবার ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং এই তিন আসনে

৭ মে মঙ্গলবার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ চার আসনে।

১৩ মে সোমবার ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর আট আসনে।

২০ মে সোমবার ভোট শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ এই ৭ আসনে।

২৫ মে শনিবার ভোট পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর এই নয় আসনে।

১ জুন শনিবার শেষ দফার নির্বাচন। এদিন ভোট হবে রাজ্যের ৯ বাকি কেন্দ্রে। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর।