4 June, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
ভোটের রেজাল্টে মোটেও খুশি নয় শেয়ারবাজার। মঙ্গলবার বড়সড় পতনে দিয়ে বাজার খুলেছে।
বাজার খুলতেই এক ধাক্কায় 2,600 পয়েন্ট কমে সেনসেক্স। প্রতিবেদন লেখার সময় তা আরও 4,400 পয়েন্ট কমে যায়।
খবর লেখার সময় পর্যন্ত, বম্বে স্টক এক্সচেঞ্জের 30-শেয়ারের সেনসেক্স 4480.92 পয়েন্ট কমে 71,987.86-এ ট্রেড করছে।
স্টক মার্কেটে এই পতনের কারণে, বিনিয়োগকারীদের বিশাল ক্ষতি হয়েছে। BSE MCap অনুসারে, তাঁদের মোট সম্পদ 26.10 লক্ষ কোটি টাকা কমে গিয়েছে।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আদানি পোর্টের শেয়ার 20 শতাংশ কমেছে।
SBI-এর শেয়ার 15 শতাংশের বেশি কমেছে।
LIC-র শেয়ার 14 শতাংশ কমেছে।
রিলায়েন্সের শেয়ার এদিন 8 শতাংশের বেশি কমেছে।
কোল ইন্ডিয়ার শেয়ার ১৯ শতাংশেরও বেশি কমেছে।
HAL-এর শেয়ারের দাম প্রায় ২০% কমেছে।