BY- Aajtak Bangla

 চোখের পাতা পাতলা? এই হ্যাক ফলো করুন কেউ ধরতেই পারবে না

30 Sep, 2024

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা আইল্যাস। যদিও সবার লম্বা ঘন আইল্যাস থাকে না। তাই অনেকেই ফলস আইল্যাশ ব্যবহার করেন।

তবে আজ তাদের জন্য থাকছে সুখবর! দুই সহজ ঘরোয়া উপায়ে এক-দেড় মাসেই পেয়ে যেতে পারেন সুন্দর ঘন-লম্বা আইল্যাশ!

আজ থেকে আর নয় ফলস আইল্যাস, প্রাকৃতিকভাবেই ঘন ও লম্বা হবে আইল্যাস! হাতের কাছে থাকা সাধারণ প্রাকৃতিক উপাদান দিয়েই এর সমাধান হয়ে যাবে।

এই অব্যর্থ পদ্ধতিতে এক থেকে দেড় মাসের যত্নেই আপনার কাঙ্ক্ষিত আইল্যাসর দেখা পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন হবে মাশকারার অব্যবহৃত ও পরিষ্কার আই ব্রাশ।

এবার চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন উপাদানগুলি ব্যবহারে দ্রুত আইল্যাশ ঘন ও লম্বা করা যাবে...

মুখের ত্বক ও চোখের আশেপাশের ত্বকের জন্য নারকেল তেল খুবই উপকারী। তাছাড়া খাঁটি নারকেল তেল আইল্যাস ঘন করতেও খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান।

এমনকি অনেক পরীক্ষায় দেখা গিয়েছে, নারকেল তেলের প্রোটিন আইল্যাস ঝরে যাওয়া প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকর! তাই আইল্যাসেতে নারকেল তেলের ম্যাসাজ করুন।

প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর পাশাপাশি আইল্যাসর জন্যেও গ্রিন টি যথেষ্ট উপকারী প্রভাব বিস্তার করবে।

গ্রিন টি ব্যবহারের জন্য ব্যবহৃত গ্রিন টিয়ের ব্যাগ চোখের উপর ১৫ মিনিট থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। এই ভাবে মাত্র মাস দেড়েকের মধ্যেই পেতে পারেন ঘন-লম্বা আইল্যাশ!