31 May, 2023

BY- Aajtak Bangla

গরমের ছুটি নিয়ে বড় খবর, কী ঘোষণা করল সরকার?

বাড়ানো হল গরমের ছুটি। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার স্কুল খুলবে আগামী ১৫ জুন। তাপপ্রবাহের আশঙ্কাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু হিট ওয়েভটা চলছে এবং আমরা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে তথ্য পেয়েছি, যে এখনও থাকবে তাপপ্রবাহ।

তাই বাচ্চাদের ছুটি যেটা ছিল, সেটা এখন খুলবে ১৫ জুন বৃহস্পতিবার। ৫ এবং ৭ জনের পরিবর্তে রাজ্য সরকারে  স্কুলগুলি খুলবে ১৫ জুন।

বেসরকারি স্কুলগুলিকেও  এই নিয়ম মানার আবেদন  জানানো হয়েছে।

আগে স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, সংশ্লিষ্ট বোর্ডগুলির মাধ্যমিক স্তরের স্কুলগুলি আগামী ৫ জুন খুলবে। 

আরও বলা হয়েছিল, রাজ্যের প্রাথমিক স্তরের স্কুলগুলি ৭  জুন খুলবে।

তবে এদিন স্কুল খোলার নয়া দিন ঘোষণা করলেন  মুখ্যমন্ত্রী।