09 JUNE, 2023
BY- Aajtak Bangla
এবার সরাসরি CM মমতার সঙ্গে কথা বলতে পারবে সাধারণ মানুষ, জানুন ফোন নম্বর
কর্মসূচির নাম 'সরাসরি মুখ্যমন্ত্রী'। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারে সাধারণ মানুষ সরাসরি কথা বলতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
যে কোনো সমস্যার সমাধান এখন সরাসরি ফোন করে জানাতে পারবেন রাজ্যের মানুষ।
সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে।
সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ফোন করা যাবে। ফোন নম্বর - 9137091370
সব স্তরের মানুষের অভিযোগ সমাধান করা হবে। গ্রাম গঞ্জ থেকে শহর সবাই এই প্রকল্পের সুবিধে পাবে।
পঞ্চায়ত নির্বাচন নিয়ে বললেন - " কোনো নির্বাচনের বিষয় আমি বলতে পারি না। যা বলার কমিশন বলবে"।
দুয়ারে সরকার নিয়ে বললেন, নজরবিহীন কাজ করেছে সিএমও গ্রিভ্য়ান্স সেল। ২০০৯ সালে তৈরি হয়েছিল এই সেল।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন এবার মুশকিল আসান সাধারণ মানুষের।
Related Stories
রান্নার গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে? খরচ কমানোর ৫ টোটকা জেনে নিন
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট
Gold Price Today 20 May 2025: Check Ajker 10 gm 22 24 Carat Sonar Dam Koto Kolkata - AajTak Bangla
২০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, বদলে যাচ্ছে এই নিয়ম