02 August, 2023
BY- Aajtak Bangla
দুর্গাপুজো এগিয়ে আসছে। পুজো মানেই কেনাকাটা, খরচ।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী রাজ্য সরকার।
পুজোর আগে প্রথম দফায় ১০ হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
সেই টাকা শোধ করলে দ্বিতীয় দফায় দেওয়া হবে ২০ হাজার টাকা ঋণ।
ঋণ শোধের সর্বোচ্চ সময়সীমা এক বছর। ওই ঋণ নির্ধারিত সময়ের মধ্যে শোধ করলে মিলবে আরও ৫০ হাজার টাকা।
অর্থাৎ মোট ৮০ হাজার টাকা মিলবে। এই ঋণের জন্য আবেদন করা যাবে পৌরসভাতে।গ্রামীণ এলাকার কোনও বাসিন্দা পুর-এলাকায় হকারি করলে তিনিও এই সুবিধা পাবেন।
রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় মোট ৭৫ হাজার ২৭২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৪৭ হাজার আবেদন অনুমোদনও পেয়েছে।
ঋণ পেয়েছেন ৩৫ হাজারেরও বেশি জন। পুরসভাগুলিতে এর আবেদন শুরু হয়ে গেছে।