BY- Aajtak Bangla

আফগানিস্তানের প্রথম সুপারকার সিমুর্গ, রইল দাম-বৈশিষ্ট

20 OCTOBER, 2023

দেখতে ঝাঁ-চকচকে। কুচকুচে কালো রং। চ্যাপ্টা ছোটখাটো চেহারা। আত্মপ্রকাশেই তাক লাগাচ্ছে বিশ্বের নতুন সুপারকার ‘সিমুর্গ’। সিমুর্গের প্রস্তুতকারক তালিবান শাসিত দেশ আফগানিস্তান।

চলতি বছরের গোড়ার দিকে অত্যাধুনিক সুপারকার বানানোর কথা ঘোষণা করে আফগানিস্তানের তালিবান সরকার। এই গাড়িটির হাত ধরেই দুনিয়ার কাছে নিজেদের উন্নয়নের ছাপ রাখতে চায় তালিবান।

তবে আফগানিস্তানে তালিবান অভ্যুত্থানের আগে থেকেই আফগানিস্তানের এক সংস্থা সেই সুপারকার তৈরির কাজে হাত লাগিয়েছিল। আর তারই ফল সিমুর্গ।

সম্প্রতি অত্যাধুনিক ঝকঝকে গাড়িটি সর্বসমক্ষে আনা হয়েছে। কাতারের দোহায় একটি প্রদর্শনীতে সেই সুপারকার আত্মপ্রকাশ করেছে। যা রূপে আর গুণে চোখ ধাঁধাচ্ছে বিশ্ববাসীর।

এক নজরে দেখলে সিমুর্গের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাবেন জনপ্রিয় কমিকস্‌ চরিত্র ব্যাটম্যানের অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত গাড়ি ‘ব্যাটমোবাইল’-এর।

প্রস্তুতকারী সংস্থা ‌জানিয়েছে, পাঁচ বছর ধরে ৩০ জনের একটি দল সিমুর্গ গাড়িটি তৈরি করেছে। তিনি নিজেও এই সুপারকারের প্রধান ইঞ্জিনিয়ার এবং নকশা প্রস্তুতকারক।

চার সিলিন্ডার ইঞ্জিন যুক্ত গাড়ির ছবি প্রথম প্রকাশ্যে আসে চলতি বছরের জানুয়ারি মাসে। প্রাথমিক ভাবে গাড়িটির নাম ছিল ‘মাডা-৯’। পরে নাম বদলে সিমুর্গ করা হয়।

সিমুর্গ একটি ‘মিড-ইঞ্জিন সুপারকার’। এতে ব্যবহার করা হয়েছে টয়োটা করোলার ইঞ্জিন। ফর্মুলা-১ রেসের গাড়ির মতোই এই সুপারকারের টিউবুলার চেসিস (কাঠামো) তৈরি করা হয়েছে।

আফগানিস্তানের প্রথম সুপারকারের দাম আকাশছোঁয়া। মনে করা হচ্ছে, ভারতীয় মুদ্রায় সিমুর্গের দাম হতে পারে ২-৪ কোটি টাকা। পাহাড়ি এলাকাতেও ছুটবে সিমুর্গ।