BY- Aajtak Bangla
5th February, 2024
লেবু কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। জানালায় ঝুলিয়ে দিন কিংবা প্লেটে টেবিলে রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।
পুদিনা পাতা ছেঁচে জলে ফুটিয়ে নিন। এই জলের ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন। ঘরের সব মশা পালাবে। চাইলে পুদিনার তেলও গায়ে মাখতে পারেন।
থাই লেমন গ্রাসে ঘরের টবে লাগান। আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না।
প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।
ঘরের লাইটের আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন। ফলে হলুদ আলো হবে। মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।
ব্যবহৃত চা-পাতা রোদে শুকিয়ে নিন। ওই পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।
কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পোড়ালে যে ধোঁয়া হবে তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর।
৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি জল ভরে ঘরের কোণে রেখে দিন। সঙ্গে সঙ্গে মশা গায়েব হয়ে যাবে। দুই দিন পরপর জল বদলান। ।
৫ ভাগ জলে ১ ভাগ রসুনের রস মেশান। এটি বোতলে ভরে শরীরের যে সব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। মশা ধারে কাছেও ভিড়বে না।। ।
নারকেলের আঁশ শুকিয়ে টুকরো করুন। একটি কাঠের পাত্রে রেখে জ্বলন্ত ম্যাচের কাঠি ধরুন। ৫-৬ মিনিটের মধ্যেই মশা দূর হবে।
রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি, কিংবা লোশন মেখে শুতে পারেন। এতে মশা সাধারণ থেকে অনেক কম দেখা যাবে।