17 October, 2023
BY- Aajtak Bangla
গাড়ি কেনার সময়ে প্রথমে ক্রেতারা বাজেট অনুযায়ী মডেল বেছে নেন। তারপর কোন রঙের গাড়ি কিনবেন, সেই নিয়ে ভাবতে শুরু করেন।
অনেকের পছন্দ উজ্জল লাল, নীলের মাতা রঙ। আবার অনেকে খুব রঙচঙে গাড়ি পছন্দ করেন না। কালো, সিলভার বা সাদাই তাঁদের পছন্দ।
অনেকে একটু সাহসী হন। তারা উজ্জল গেরুয়া, হলুদ রঙের গাড়ি কেনেন।
কিছু বিশেষ রঙের গাড়িই বেশি দুর্ঘটনায় পড়ে। আবার একইভাবে নির্দিষ্ট একটি রঙের গাড়িতে দুর্ঘটনা কম ঘটে। মানি সুপার মার্কেটে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী কোন রঙের গাড়িতে দুর্ঘটনা বেশি ঘটে?
মোনাশ বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী, কালো রঙের গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তারপরেই রয়েছে ধূসর (গ্রে) ও রুপালি (সিলভার) রঙের গাড়ি।
সমীক্ষকদের মতে, কালো রঙের গাড়ি তুলনামূলকভাবে কম চোখে পড়ে৷ রাতে হেডলাইটের আলোয় কালো গাড়ি চট করে চোখে পড়ে না। কুয়াশাচ্ছন্ন রাস্তাতেও কালো, ধূসর, সিলভার গাড়ি দ্রুত নজরে আসে না।
সাদা রঙের গাড়িতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে। কারণ সাদা গাড়ি সবচেয়ে সহজে চোখে পড়ে।
রাতের অন্ধকারেও গাড়ির হেডলাইটের আলোয় সাদা গাড়ি বেশি নজর কাড়ে।
এরপরেই রয়েছে হলুদ, কমলা ও সোনালি। অর্থাত্ উজ্জল, হালকা রঙের গাড়ি খুব সহজে নজরে পড়ে যায়। সেই কারণেই এই রঙের গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে।
রাস্তায় অন্য গাড়ির চালকদের সাদা, হলুদ, কমলা রঙের গাড়ি সহজে নজর কাড়ে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে।