BY- Aajtak Bangla
11 June, 2024
নিজের বাড়িকে অপরিচিত লোকেদের থেকে বাঁচাতে সিসিটিভি থেকে গার্ড পর্যন্ত মোতায়েন করে লোকে।
এমন একটি প্রোডাক্ট মার্কেটে চলে এসেছে যা আপনাকে বড় সুবিধা দেবে। আমরা কথা বলছি মোশন সেন্সর ইলেকট্রিক বাল্বের
এটা এমন একমাত্র বাল্ব, যেটার ভরসায় আপনি বাড়ি সুরক্ষিত রাখতে পারবেন
এটা শুধু আপনার ঘরের সুরক্ষা বাড়াবে তাই নয়, তার ব্যবহার খুব করতে পারবেন এই বাল্ব খুব সিম্পল প্রসেসে কাজ করে।
এটা এমন মেকানিজম যে মোশন সেন্সর লাগানো থাকে। ১০ মিটার পর্যন্ত রেঞ্জে এটা কাজ করে। যখনই কোন অপরিচিত লোক এলাকায় ঢুকে পড়বে তখনই সেটি জ্বলে উঠবে।
বাল্ব পর্যন্ত বিদ্যুৎ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আলো জ্বলে ওঠে। ১০ মিটার রেঞ্জের বাইরে গেলে বাল্ব অটোমেটিক অফ হয়ে যায়।
এর ব্যবহার আউটডোর বা ইনডোর দু জায়গাতেই করতে পারবেন। আপনি এমন বাল্ব নিজের গার্ডেনে বা বাড়ির সিঁড়িতে লাগিয়ে দিতে পারেন ।
মার্কেটে আপনি একাধিক এই রকম প্রোডাক্ট পেয়ে যাবেন। ই-কমার্স প্লাটফর্মে এই বাল্বটি ৫০০ টাকাতে পাওয়া যায়।
এছাড়া আপনি চাইলে মোশন সেন্সর ওয়ালা হোল্ডারও ব্যবহার করতে পারেন। এটাও একই মেকানিজমের কাজ করে, যার উপর আপনার স্ট্যান্ডার্ড বাল্ব ব্যবহার করা যায়।