BY- Aajtak Bangla
12 April, 2025
আমাদের দেশে অনেকেই এখনও হেঁটেই যাতায়াত করেন।
হেঁটে রাস্তা পার হওয়ার কিছু নিয়ম রয়েছে। চলুন দেখে নিই নিয়মগুলি কী?
রাস্তা পার হবার জন্য ফুট ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করুন। দুটির একটিও না থাকলে সতর্কতার সঙ্গে রাস্তা পার হোন।
মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।।
রাস্তায় পার হওয়ার সময় লাল, হলুদ ও সবুজ বাতির সংকেত মেনে চলুন।. .
রাস্তা পারাপারের সময় সঙ্গে শিশু থাকলে শক্ত করে হাত ধরে রাখুন।. .
রাস্তা পারাপারের সময় দৌড় দেওয়া যাবে না। রাস্তায় নামার সময় স্বাভাবিক গতিতে হেঁটে রাস্তা পার হোন।
রাস্তা পার হওয়ার সময় অবশ্যই প্রথমে ডানে, তারপরে বাঁয়ে; তারপরে পেছনে, তারপরে সামনে, সব শেষে ডানে তাকিয়ে রাস্তা পার হোন।
চৌরাস্তা বা চার মাথার মোড় দিয়ে রাস্তা পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাই এসব জায়গা দিয়ে রাস্তা পার হবেন না। চেষ্টা করুন সিঙ্গল লেনের উপর দিয়ে রাস্তা পার হতে।
বাচ্চাদের একা রাস্তা পার হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশের সাহায্য নিতে শেখান।
পুলিশ পাওয়া না গেলে কমপক্ষে প্রাপ্তবয়স্ক কারও সাহায্য নিয়ে রাস্তা পার হতে বলুন।