BY- Aajtak Bangla

কেউ সুইসাইড করতে পারে? বুঝলেই ফোন করুন এই নম্বরে

01 SEPTEMBER, 2023

দেশে ক্রমশই বেড়ে চলেছে আত্মহত্যার সংখ্যা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপের্ট অনুযায়ী, ২০২১ সালে দেশজুড়ে ১ লক্ষ ৬৪ হাজার ৩৩ জন আত্মহত্যা করেন।

এই সংখ্যা ২০২০ সালে দেশে হওয়া মোট আত্মহত্যার ঘটনার তুলনায় ৭.২% বেশি। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ১.৫৩ লক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, পৃথিবীজুড়ে ফি বছর ৭ লক্ষরও বেশি মানুষ আত্মহত্যা করেন।  অসংখ্য মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেন।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপের্ট অনুযায়ী, ২০২১৭ সালের পর থেকে ২০২১ সালের মধ্যে দেশে আত্মহত্যার ঘটনা ২৬% বেড়ে গিয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হতাশা, একাকিত্ব ও মানসিক চাপের কারণে আত্মহত্যার ঘটনা দ্রুত হারে বাড়ছে। এছাড়াও, স্বাস্থ্য সংক্রান্ত কারণেও অনেক সময় আত্মহত্যার ঘটনা ঘটছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপের্ট অনুযায়ী, গত বছর প্রায় ৩৩% আত্মহত্যা পারিবারিক সমস্যার কারণে এবং ১৯% আত্মহত্যা রোগ-ব্যাধির কারণে ঘটেছিল।

আত্মঘাতীদের মধ্যে ২৪% মানুষের শিক্ষাগত যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণি পর্যন্ত আর এর মধ্যে ৪.৬% মানুষ এমনও ছিলেন যাঁদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার চেয়েও বেশি।

আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক হেল্পলাইন নম্বর দেশের সব রাজ্যেই রয়েছে। পশ্চিমবঙ্গের আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যের হেল্পলাইন নম্বরগুলি জেনে নিন।

লাইফলাইন ফাউন্ডেশন সোম-রবি (সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত) হেল্পলাইন নম্বর: 033 24637401, 033 24637432।

NIBS হেল্পলাইন সোম-শুক্র (সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত) হেল্পলাইন নম্বর: +91-98364 01234, +91-033 2286 5603।