BY: Aajtak Bangla 

শতাধিক নিয়োগ NTPC-তে, মাইনে ৪০ হাজার

02 MAY 2023

শতাধিক শূন্যপদে মোটা বেতনে নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদের সংখ্যা ১৫২টি।

আবেদনকারীদের অন্তত ৬০ শতাংশ (তফশিলি অথবা ভূমিহারা হলে অন্তত ৫০) নম্বর পেয়ে পাশ করতে হবে।

সব পদের ক্ষেত্রেই অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য পাবেন NTPC-র অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় আছে।

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (NTPC) মাইনিং সর্দার পদের বেতন মাসে ৪০,০০০ টাকা। বাকি সব পদের বেতন ৫০,০০০ টাকা।

লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। সব পরীক্ষাতেই অন্তত ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তফশিলি-ওবিসি প্রার্থীদের অন্তত ৩০ শতাংশ নম্বর পেতে হবে।

এই নিয়োগে আবেদনের ফি ৩০০ টাকা। তফশিলি, প্রাক্তন সেনাকর্মী, ভূমিহারা অথবা মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না।

আবেদন করতে হবে ৫ মে, ২০২৩ তারিখের মধ্যে careers.ntpc.co.in অথবা www.ntpc.co.in ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে থেকে।

শতাধিক শূন্যপদে মোটা বেতনে নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)। অভিজ্ঞ, যোগ্য প্রার্থীদের সংস্থার একাধিক প্রোজেক্টে নিয়োগ হবে। নিযুক্তদের বেতন ৪০,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...