15 AUG, 2023

BY- Aajtak Bangla

এক লাখেরও কমে নতুন স্কুটার আনল OLA, এক চার্জে কতটা যাবে?

স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা Ola ইলেকট্রিকের। আরও ৩টি নতুন ই-স্কুটার আনল সংস্থা। এতদিন দুইটি স্কুটার ছিল। আরও ৩টি নতুন যোগ করা হল।

Ola S1 Pro-তে নতুন আপডেটেড প্রযুক্তি যোগ করা হয়েছে। সেই সঙ্গে একেবারে নতুন সিরিজ চালু করেছে ওলা ইলেকট্রিক। Ola S1 X আনা হয়েছে। Ola S1 Pro-এর তুলনায় অনেক কমে পাবেন।

চলতি বছরের শুরুতে কম বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে Ola S1 Air লঞ্চ করা হয়েছি। সেই একই সেগমেন্টে Ola S1 X-এর তিনটি নতুন মডেল আনা হয়েছে।

Ola S1 X+: ১,০৯,৯৯৯ টাকা (ইন্ট্রোডাক্টরি প্রাইস: ২১ অগাস্ট পর্যন্ত ৯৯,৯৯৯ টাকায় পাবেন)। রেঞ্জ: ১৯৫ কিমি  

Ola S1 X: ৯৯,৯৯৯ টাকা (ইন্ট্রোডাক্টরি প্রাইস: ২১ অগাস্ট পর্যন্ত ৮৯,৯৯৯ টাকায় পাবেন) রেঞ্জ: ১৫১ কিমি  

Ola S1 X (2kWh): ৮৯,৯৯৯ টাকা (ইন্ট্রোডাক্টরি প্রাইস: ২১ অগাস্ট পর্যন্ত ৭৯,৯৯৯ টাকায় পাবেন) রেঞ্জ: ১৫১ কিমি 

তিন স্কুটারেরই ডেলিভারি  আগামী ডিসেম্বর থেকে শুরু হবে।

বৈদ্যুতিক স্কুটারের জন্য নতুন MoveOS আপডেট চালু করেছে সংস্থা। ওলার দাবি এখনও পর্যন্ত এটিই সবচেয়ে বড় সফ্টওয়্যার আপডেট।

ওলা ইলেকট্রিক তাদের ইভেন্টে চারটি নতুন কনসেপ্ট ইলেকট্রিক বাইকও লঞ্চ করেছে।