BY- Aajtak Bangla
ইলেকট্রিক স্কুটারে বড়সড় ছাড় ঘোষণা করল ওলা ইলেকট্রিক। S1X মডেলের দাম কমানোর ঘোষণা করল সংস্থা।
Ola S1X এস১-এর দাম শুরু হয় ১,০৯,৯৯৯ টাকা থেকে। এবার সেটায় ২০,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে নয়া দাম ৮৯,৯৯৯ টাকা।
ওলা ইলেকট্রিক ডিসেম্বরে তাদের 'টু রিমেম্বার' ক্যাম্পেইনে এই ডিসকাউন্ট ঘোষণা করেছে। এতে আরও বেশ কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
ফাইনান্স অফারও পাবেন। নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ডে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়, জিরো ডাউন পেমেন্ট, জিরো প্রসেসিং ফি এবং সস্তার, ৬.৯৯% সুদের হার পাবেন।
লক্ষ্যণীয়, আরও এক EV সংস্থা সিম্পল এনার্জি ১৫ ডিসেম্বর তাদের নতুন ইলেকট্রিক স্কুটার সিম্পল ডট ওয়ান লঞ্চ করার ঘোষণা করেছে। Ola ঠিক তার আগে আগেই স্কুটারের দাম কমানোর ঘোষণা করল।
Ola S1 X+ মডেলে 3kWh ব্যাটারি প্যাক রয়েছে। একবার ফুল চার্জ দিলে ১৫১ কিলোমিটারের রেঞ্জ পাবেন।
Ola S1 X+-এ মাত্র ৩.৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা স্পিড ওঠে। সর্বোচ্চ গতি ৯০ কিমি/ঘণ্টা।
৫ ইঞ্চি স্মার্ট ডিসপ্লে পাবেন, তাতে ড্রাইভিং রেঞ্জ, গতিবেগ, ইনফোটেইনমেন্ট সিস্টেমের মতো তথ্য পাবেন। এছাড়া এতে কি-লেস আনলক সিস্টেমও রয়েছে।
Ola-র S1X, S1 Air এবং S1 Pro মডেলের দাম যথাক্রমে ৮৯,৯৯৯ টাকা, ১,১৯,৯৯৯ টাকা এবং ১,৪৭,৪৯৯ টাকা।
OLA-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মাত্র ৯৯৯ টাকায় OLA S1X বুক করতে পারবেন।