BY- Aajtak Bangla
05 AUGUST, 2023
বর্তমানে টমেটোর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দেশের অনেক রাজ্যে টমেটোর দাম কেজি প্রতি ১০০ টাকার উপরে।
কোথাও কোথাও টমেটোর দাম কেজিতে ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। মানুষ এখনও টমেটোর বাড়তি দামের চাপ হিমশিম খাচ্ছে। এরই মধ্যে পেঁয়াজের দামও ইদানীং বাড়তে শুরু করেছে।
সরবরাহের ঘাটতির কারণে, এই মাসের শেষে দেশের বেশ কয়েকটি রাজ্যে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজিতে ৬০-৭০ টাকা হয়ে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ভারতের বৃহত্তম স্বতন্ত্র সমন্বিত গবেষণা সংস্থা ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্সের রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে খুচরা বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ওই রিপোর্ট বলছে, সেপ্টেম্বরের শুরু থেকে খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৬০-৭০ টাকায় পৌঁছতে পারে।
তবে, পেঁয়াজের দাম কোনও ভাবেই ২০২০ সালের রেকর্ড দর অতিক্রম করবে না বলেই জানিয়েছে ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্সের রিপোর্ট।
যখন দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে তখন পশ্চিমবঙ্গে এই নিত্যপ্রয়োজনীয় আনাজের দর কবে থেকে কতটা বাড়বে?
এই প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ ভেন্ডর অ্যাসোসিয়েশনের (হাওড়া) সভাপতি চন্দন চক্রবর্তী বলেন, “হরিয়ানা বা দিল্লিতে সম্প্রতি পেঁয়াজের দাম যতটুকু বেড়েছে তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে।
তিনি জানান, হরিয়ানার কিছু অংশে সাম্প্রতিক অশান্তির জেরে সেখানকার জোগানে সাময়িক টান পড়েছে। দিল্লি এখন প্লাবিত। তাই সেখানে পেঁয়াজের জোগান ব্যাহত হয়েছে।
চন্দনবাবু বলেন, “তবে নাসিক থেকে যে পথে এ রাজ্যে পেঁয়াজ পৌঁছায়, তাতে এখনও কোনও সমস্যা নেই। তাই বাংলায় আপাতত পেঁয়াজের দাম বৃদ্ধির কোনও সম্ভাবনাই নেই।”