5th October, 2023
BY- Aajtak Bangla
দেশের প্রথম সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত ছিল ১৬ টি কোচের এবং এর রঙ ছিল নীল ও সাদা।
অল্প সময়ের মধ্যেই সারা ভারতে এই ট্রেনের জনপ্রিয়তা বেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে।
কাসারগড়-তিরুবনন্তপুরমের মধ্যে চলছে গেরুয়া সাদা রঙের বন্দে ভারত।
বন্দে ভারতের রং বদলে দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা।
এবার বন্দে ভারতের রং বদলের কারণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী দাবি করেছেন, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। সম্পূর্ণ বৈজ্ঞানিক কারণ রয়েছে।
মানুষের চোখের জন্য দুটি রঙ সবচেয়ে বেশি দৃশ্যমান বলে মনে করা হয়। একটি হল হলুদ ও অন্যটি কমলা।
ইউরোপেও, প্রায় ৮০ শতাংশ ট্রেনে কমলা বা হলুদ রঙ অথবা এই দুটি রঙের সংমিশ্রণ ব্যবহার হয়ে থাকে।
এসব কারণেই উড়োজাহাজ ও জাহাজের ব্ল্যাক বক্স গেরুয়া রঙের হয়। এমনকি উদ্ধারকারী নৌকা এবং লাইফ জ্যাকেট যা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ব্যবহার করে সেটিও কমলা রঙের হয়।