11 JUNE 2025
BY- Aajtak Bangla
'এখন থেকে এসির তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যেই রাখতে হবে। এর বাইরে গিয়ে কেউ ঠান্ডা বা গরম করতে পারবেন না।'
কেন্দ্রের তরফে এমনই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, 'এই উদ্যোগের ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে, মানুষ অভ্যস্ত হবেন একটি নির্দিষ্ট ব্যবস্থায়।
এই নতুন নিয়ম কেবল বাড়ি বা অফিসে নয়, আপনার গাড়ির এসিও আর ১৬ বা ৩০ ডিগ্রি তাপমাত্রায় চলবে না।
ঘর ঠান্ডা করতে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালানোর অভ্যাস করে ফেললে, তা এবার বদলান। না হলেই বিপদ।
বিশেষজ্ঞরা বলছেন, এত কম তাপমাত্রায় এসি চালানো স্বাস্থ্যের জন্যও সঠিক নয়। এসি আসলে কততে চালানো উচিত?
ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি জানাচ্ছে, ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালানো মানবদেবের জন্য সঠিক।
২৪ ডিগ্রি সেলসিয়াসে এসি চললে তা বিদ্যুৎ সাশ্রয়ের জন্যও একদম সঠিক। ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ঘরে এসির পাশাপাশি যদি ফ্যানও চালানো হয়, তাহলে এসি ২৭ ডিগ্রি সেট করলেও ঘরের তাপমাত্রা ২২ ডিগ্রিতেই থাকবে।
২৪ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো আপনার বাড়ির বিদ্যুৎ বিলের ১৫ থেকে ২০ শতাংশ বাঁচাতে পারবে।