2 April, 2024

BY- Aajtak Bangla

ভারতে কবে থেকে পেট্রোল গাড়ি নিষিদ্ধ? যা জানালেন গড়কড়ি

v

দেশের অটোমোবাইল সেক্টর দ্রুত বদলে যাচ্ছে। গতানুগতিক জ্বালানিতে(পেট্রোল-ডিজেল) নির্ভরতা কমাতে সরকার বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি ব্যবহারে জোর দিচ্ছে।

হাইব্রিড গাড়ির GST কমাতে চান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। শুধু তাই নয়, দেশকে ৩৬ কোটিরও বেশি পেট্রোল-ডিজেল গাড়ির ব্যবহার থেকে সম্পূর্ণ মুক্ত করতে চান তিনি।

ভারতের পক্ষে পেট্রোল ও ডিজেল গাড়ি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব কিনা জানতে চাইলে নীতিন গড়করি বলেন, '১০০ শতাংশ।'

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতিন গড়করি বলেন, 'আমি বিশ্বাস করি এটা কঠিন কিন্তু অসম্ভব নয়।'

তিনি বলেন, ভারত জ্বালানি আমদানিতে ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করে। এই টাকা কৃষকদের জীবনযাত্রার উন্নয়নে ব্যবহার করা হবে, গ্রাম সমৃদ্ধ হবে এবং যুবকদের কর্মসংস্থান হবে।

তবে নীতিন গড়করি এই টার্গেট পূরণের কোনও সময়সীমা বেঁধে দেননি।

তিনি বলেন, 'আমার বিশ্বাস, জৈব-জ্বালানির ব্যবহার প্রচারের মাধ্যমে দেশ জ্বালানি আমদানি কমানো যেতে পারে।'

গড়করি বলেন, 'অর্থ মন্ত্রকের কাছে হাইব্রিড গাড়িতে GST কমিয়ে ৫% এবং ফ্লেক্স ইঞ্জিনের জন্য ১২% করার প্রস্তাব পাঠানো হয়েছে।'

তাই আপাতত পেট্রোল-ডিজেল গাড়ি চললেও ভবিষ্যত যে ইলেকট্রিক গাড়িরই, তাই নিয়ে কোনও সন্দেহ নেই।