09 Nov, 2024
BY- Aajtak Bangla
মশার উৎপাতে টেঁকা মুশকিল হয়ে পড়েছে।
মশার উৎপাত, কাঁহাতক সহ্য করা যায়!
তার উপর কাউকে কাউকে যেন বেছে বেছে মশা ধরে। এটা আরও অসহ্য।
এমন একটি গাছ আছে যা লাগালে মশা বাপ বাপ বলে পালায়।
মারুয়ার গন্ধ খুবই কড়া।পোকামাকড় ও মশা আশেপাশে ঘোরাফেরা করে না।
এই গাছের পাতাও খেতে সুস্বাদু। নানা রোগ সারায়। মশলা হিসেবেও অনেকে ব্যবহার করেন এই মারুয়া পাতা।
মারুয়া পাতা চিবিয়ে খেলেও লাভ। মশা ধারেকাছে ঘেষে না।
আসলে মশা ঘামের গন্ধ শুঁকে শরীর বেছে নেয়। আর ঘামে মারুয়ার গন্ধ থাকলে তারা কাছে আসে না।
মারুয়া পাতা চিবিয়ে খেলে শিশুদের পেটের কৃমি মারা যায়।
মারুয়া গাছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা শরীরের জন্য উপকারী। তা খেলে খিদে বাড়ে। রক্তও বিশুদ্ধ হয়।