BY: Aajtak Bangla 

জনধন অ্যাকাউন্টে কী কী সুবিধা?

27 APRIL 2023

প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) কেন্দ্রীয় সরকার মানুষকে আর্থিকভাবে ক্ষমতায়িত করতে এবং প্রতিটি শ্রেণীর মানুষকে ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে সংযুক্ত করতে শুরু করেছিল।

এই প্রকল্পের অধীনে, ভারতীয় নাগরিকরা জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলতে পারেন। চেক বই, পাসবুক, দুর্ঘটনা বিমা ছাড়াও সাধারণ মানুষ এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্টের সুবিধা পান।

ওভারড্রাফ্ট সুবিধার অধীনে, জন ধন অ্যাকাউন্ট যাদের আছে তারা অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও তার অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা (ওভারড্রাফ্টের সুবিধা) পর্যন্ত তুলতে পারবেন।

ওভারড্রাফ্ট সুবিধা এক ধরনের ঋণ। এর ফলে গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার বর্তমান ব্যালেন্সের চেয়েও বেশি টাকা তুলতে পারবেন।

এতে ব্যালেন্সের চেয়েও বেশি তোলা টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয় এবং এর উপর সুদও নেওয়া হয়। জন ধন অ্যাকাউন্টেও ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া যায়।

এর অধীনে, ব্যালেন্স না থাকলেও অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে। এটিএম বা ইউপিআই-এর মাধ্যমে সহজেই এই টাকা তোলা যাবে।

এই সুবিধা নিতে, আপনার অ্যাকাউন্টের বয়স অন্তত ৬ মাস হওয়া উচিত। যদি আপনার অ্যাকাউন্ট ছয় মাস পূর্ণ না হয়, তাহলে আপনি মাত্র ২,০০০ টাকার ওভারড্রাফ্ট সুবিধা নিতে পারবেন।

জন ধন অ্যাকাউন্টের একটি সুবিধা হল, এটিতে ন্যূনতম ব্যালেন্স মেনটেইন করার প্রয়োজন নেই। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকলেও কোনও চার্জ দিতে হবে না।

এই অ্যাকাউন্টটি যে কোনও ব্যাঙ্কে খোলা যাবে। সাধারণ অ্যাকাউন্টের মতো, আপনি জন ধন অ্যাকাউন্টে জমা করা টাকার উপর সুদের সুবিধাও পাবেন।

১০ বছরের বেশি বয়সী যে কোনও ভারতীয় নাগরিক যে কোনও ব্যাঙ্কে গিয়ে তার অ্যাকাউন্ট খুলতে পারেন। 

এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুললে, আপনি Rupay ATM কার্ডের সুবিধা পাবেন। এছাড়াও ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা, ৩০ হাজার টাকার লাইফ কভার দেওয়া হয়।

ওভারড্রাফ্ট সুবিধার অধীনে, জন ধন অ্যাকাউন্ট যাদের আছে তারা অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও তার অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। জন ধন অ্যাকাউন্টে আর কী কী সুবিধা পাওয়া যায়? চলুন জেনে নেওয়া যাক...