BY: Aajtak Bangla 

PM কিষাণের টাকা নাও পেতে পারেন, এই হল কারণ

15 APRIL 2023

PM কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। 

প্রতি ৪ মাস অন্তর টাকা ঢোকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখনও পর্যন্ত পিএম কিষাণের ১৩টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 

কয়েক মাসের মধ্যেই ১৪তম কিস্তির টাকাও দেওয়া হবে।

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা পেতে গেলে সরকার ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে।

আপনিও যদি সেই কৃষকদের মধ্যে থাকেন, যারা এখনও ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাঁরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

এ ছাড়া কৃষকদের জমির নথিপত্রও শিগগিরই যাচাই করাতে হবে। অন্যথায় তিনি পরবর্তী কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। 

PM কিষাণ যোজনার রেজিস্ট্রেশনের সময় উল্লেখ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বর চেক করুন। 

আপনি যদি এটিতে কোনও ত্রুটি খুঁজে পান তবে অবিলম্বে অফিসিয়াল ওয়েবসাইটে যান।

সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে এসেছে, যাতে মানুষ ভুলভাবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা নিয়ে ধরা পড়েছে। 

সরকার এখন এই অযোগ্য কৃষকদের কাছ থেকে পুরো টাকা আদায় করছে। 

যারা প্রতারণা করে কিস্তির টাকা নিয়েছে তাদের কাছ থেকে টাকা আদায়ের কাজ শুরু করেছে রাজ্য সরকারগুলিও। 

এ ধরনের কৃষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত যে কোনও সমস্যায় আপনি 011-24300606 নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। 

একই সময়ে, কৃষকরা pmkisan-ict@gov.in-এ ইমেলও করতে পারেন।