12 January 2024
BY- Aajtak Bangla
লোকসভা ভোটের আগে বাজেটে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। আর এই ঘোষণা হতে পারে দেশের কৃষকদের জন্য।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার কৃষকদের বছরে ৬০০০ টাকা দেয়।
তাতে বছরে তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা দেওয়া হয়। তবে যাঁদের নিজস্ব জমি রয়েছে, তাঁরাই শুধু ওই অনুদান পান।
খবর অনুযায়ী, এবার আর্থিক সাহায্য আরও বাড়ানো হতে পারে।
সূত্র জানাচ্ছে, আগামী বাজেটেই কৃষকদের অনুদান বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে।
তবে সবটাই এখনও সরকারি সূত্রে খবর। সরকারি তরফে এই বিষয়ে এখনও কোনও খবর নেই।
সূত্রের খবর, কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে বছরে ১২,০০০ টাকা করা হতে পারে।
তবে সবাই পাবেন না এই ১২ হাজার টাকা।
শুধুমাত্র দেশের মহিলা কৃষকরা এই সুবিধা পাবেন।