BY- Aajtak Bangla
28 December 2023
দেশকে বন্দে ভারত উপহার দেওয়ার পর এখন শীঘ্রই অমৃত ভারত ট্রেন চালু করতে চলেছে রেল।
৩০ ডিসেম্বর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী দেশকে দুটি অমৃত ভারত ট্রেনও উপহার দিতে চলেছেন।
দেশের প্রথম অমৃত ভারত ট্রেনটি বিহারের অযোধ্যা থেকে দরভাঙ্গার মধ্যে চালানো হবে।
দ্বিতীয় ট্রেনটি বেঙ্গালুরু এবং মালদার মধ্যে চলবে। এই ট্রেনের উদ্বোধনের আগে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লি স্টেশনে ট্রেনটি পরিদর্শন করেন।
রেলমন্ত্রী জানিয়েছেন, বন্দে ভারত-এর মতো এই ট্রেনেও পুশ-পুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ট্রেনের গতি ১০০ তে পৌঁছতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন। নও কিছুই বাধা হয়ে দাঁড়ায় না।
অমৃত ভারত ট্রেনে ৮টি সাধারণ কোচ, ১২টি দ্বিতীয় শ্রেণীর ৩-টিয়ার স্লিপার কোচ সহ মোট ২২টি কোচ থাকবে। ৬
এতে একযোগে প্রায় ১৮০০ যাত্রী যাতায়াত করতে পারবেন।
সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এই ট্রেনে আধুনিক টয়লেট, সেন্সর ওয়াটার ট্যাপ, মেট্রোর মতো ঘোষণা-সহ অনেক সুবিধা রয়েছে।