22 May, 2023
BY- Aajtak Bangla
আপনার যদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট FD থেকে থাকে, তাহলে এখন আপনি আরও বেশি সুদের সুবিধা পাবেন।
ব্যাঙ্ক নির্দিষ্ট আমানতের ওপরে সুদের হার বাড়িয়েছে। ফলে এখন থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে আরও টাকা আসবে।
PNB জানিয়েছে যে, ২ কোটি টাকার কম আমানত-সহ FD-র ওপরে সুদের হার বাড়ানো হয়েছে। নয়া এই সুদের হার ১৮ মে থেকে কার্যকরী হয়েছে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৪৪৪ দিনের ব্যাঙ্ক এফডি-তে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৪৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।
ফলে সুদের হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭.২৫ শতাংশ হয়েছে।
অন্যদিকে, প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৭৫ শতাংশ করা হয়েছে।
এ ছাড়া একজন এনআরআই গ্রাহক যদি ৪৪৪ দিনের FD করেন, তাহলে তিনিও আরও ৪৫ বেসিস পয়েন্টের সুবিধা পাবেন। ফলে তাঁরাও ৬.৮ শতাংশের পরিবর্তে ৭.২৫ শতাংশ হারে সুদের সুবিধা পাবেন।