1 October, 2023
BY- Aajtak Bangla
ভারতে সাধারণ মানুষের টাকা জমানোর দুটি পছন্দের জায়গা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পোস্ট অফিস, তবে অনেকেরই মতে টাকা রাখার প্রথম পছন্দ পোস্ট অফিস হলেও পোস্ট অফিস স্কিমে সুদের হার কম পাওয়া যায়।
তবে বর্তমানে রেকারিং ডিপোজিটে ভালো সুদ দিচ্ছে পোস্ট অফিস, কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসে ৫ বছরের রেকারিং ডিপোজিটের সুদ বাড়িয়েছে।
এখন ৫ বছরের রেকারিং ডিপোজিটে বিনিয়োগকারীরা পাবেন ৬.৭ শতাংশ হারে সুদ।
১ অক্টোবর থেকে প্রতি তিন মাস অন্তর পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ পাওয়া যাবে।
বিনিয়োগকারীরা রেকারিং ডিপোজিটে সুদের হার পাবে ৬.৭ শতাংশ।
মাসিক ইনকাম স্কিমে সুদের হার পাওয়া যাবে ৭.৪ শতাংশ।
কিষান বিকাশ পত্রে সুদ পাওয়া যাবে ৭.৫ শতাংশ, পি এফ - এ ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে, ন্যাশান্যাল সেভিং সার্টিফিকেটে ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।