6 June 23

BY- Aajtak Bangla

পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে বার্ধক্য হবে সুরক্ষিত

বার্ধক্য জীবন নিয়ে প্রতিটি মানুষ পরিকল্পনা করেন, যাতে বৃদ্ধ বয়সে কারও সামনে হাত পাততে না হয়।

ডাক বিভাগের দুর্দান্ত একটি স্কিম রয়েছে, নাম সিনিয়র সিটিজেন সেভিং স্কিম।

এই সঞ্চয় প্রকল্পে বর্তমানে ৮.২% হারে বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার প্রতি বছর পরিবর্তিত হতে থাকে।

এই স্কিম (SCSS) সেই সমস্ত মানুষদের জন্য যাঁদের বয়স ৬০ বছরের বেশি বা VRS নিয়েছেন। 

এই স্কিমে তাঁদের একলপ্তে ৫ লক্ষ টাকা জমা দিতে হবে। বিনিময়ে, তাঁরা প্রতি তিন মাসে ১০,২৫০ টাকা নিরাপদ রিটার্ন পাবেন। 

আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে, এতে অর্থ বিনিয়োগ করলে প্রতি বছর ১.৫ লক্ষ টাকা কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। 

এই স্কিমের অ্যাকাউন্ট সারা দেশে যে কোনও পোস্ট অফিসে স্থানান্তর করা যেতে পারে।