28 May, 2023
BY- Aajtak Bangla
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) দেশের জনপ্রিয় স্মল সেভিংস স্কিমগুলির মধ্যে একটি। অনেকেই এতে বিনিয়োগ করেন।
সরকার এই স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ দেয়। এতে বিনিয়োগ করে মোটাই রিটার্ন পাওয়া যায়।
যদি কেউ বর্তমানে বিনিয়োগের প্ল্যান করে থাকেন, তাহলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
পিপিএফ-এ কমপক্ষে ৫০০ টাকা বিনিয়োগ করতে হয়। আবার একটি আর্থিক বর্ষে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
বিনিয়োগের টাকা একলপ্তে বা কিস্তিতে জমা করা যায়। ১.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে সুদ পাওয়া যায় না। এই স্কিমে শুধু মোটা রিটার্নই নয়, করছাড়েও সুযোগ রয়েছে।
৪১৬ টাকা করে দৈনিক হিসেবে বছরে প্রায় ১.৫ লক্ষ টাকা জমালে, বর্তমান সুদের হারে ২৫ বছর পর ১ কোটি টাকারও বেশি রিটার্ন পেতে পারেন।
২৫ বছরে দেড় লক্ষ টাকা করে মোট ৩৭,৫০,০০০ টাকা জমা করতে হবে। আর তাতে সুদ হিসেবে ৬৫,৫৮,০১৫ টাকা পাবেন। এভাবে ২৫ বছরে মোট পাবেন ১,০৩,০৮,০১৫ টাকা।