03 JULY, 2023

BY- Aajtak Bangla

এই দেশে একটি ডিমের দাম ৪৬ টাকা!

গত কয়েক মাস ধরে এ রাজ্যে ডিমের দাম মোটামুটি সাড়ে ৬ টাকার উপরেই রয়েছে। মে মাসের শেষে পুনে-মুম্বইয়ের চেয়েও বেশি দামে ডিম বিক্রি হয়েছে কলকাতায়।

এখন এ রাজ্যে এক জোড়া মুরগির ডিমের পাইকারি দর ১০ টাকা ৮০ পয়সা, খুচরো দাম ১২ টাকা থেকে সাড়ে ১২ টাকা। দেশের সবচেয়ে বেশি দামে ডিম এখন কিনছেন পুনের বাসিন্দারা।

কিন্তু জানেন কি, বিশ্বে সবচেয়ে সস্তায় মুরগির ডিম পাওয়া যায় ভারতেই! মুরগির ডিমের দাম সবচেয়ে বেশি সুইৎজারল্যান্ডে।

সুইৎজারল্যান্ডে এক ডজন (১২টা) মুরগির ডিমের দাম ৬.৭১ মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় মূল্যে সুইৎজারল্যান্ডে একটা ডিমের দাম পড়ছে প্রায় ৪৬ টাকা।

বিশ্বে মুরগির ডিমের দাম সবচেয়ে বেশি সুইৎজারল্যান্ডে। এর পরই এই তালিকায় রয়েছে আইসল্যান্ড। এখানে এক ডজন (১২টা) মুরগির ডিমের দাম ৫.৭৭ মার্কিন ডলার।

এর পরই এই তালিকায় রয়েছে নিউজিল্যান্ড। এখানে এক ডজন ডিমের দাম ৫.০৭ মার্কিন ডলার। ডিমের বেশি দামের নিরিখে এই তালিকার প্রথম পাঁচে রয়েছে আমেরিকা আর ডেনমার্ক।

আমেরিকা আর ডেনমার্কে এক ডজন মুরগির ডিমের দাম যথাক্রমে ৪.৪৮ ডলার আর ৪.৪০ ডলার।

ডিমের দাম অনুযায়ী সাজানো এই তালিকায় রয়েছে গ্রিস, অস্ট্রেলিয়া, ইসরায়েল, নরওয়ে, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, পাকিস্তানের মতো ৯৯টি দেশের নাম।

পাকিস্তানে এখন অর্থনৈতিক সঙ্কট চলছে। সে দেশে এখন ১২টি ডিমের দাম ৮৩ টাকা। অর্থাৎ, প্রতি পিস ডিমের দাম প্রায় ৭ টাকা। ইরান, বাংলাদেশ, রাশিয়া, ইন্দোনেশিয়ায় ডিমের দাম বেশ চড়া।