19 May, 2023

BY- Aajtak Bangla

নতুন সংসদ ভবন কেমন হয়েছে? দেখুন

২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন করবেন।

২০২০ সালে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংসদের নবনির্মিত ভবনটি রেকর্ড সময়ের মধ্যে নির্মাণ করা হয়েছে।

বর্তমান সংসদ ভবনে লোকসভায় ৫৫০ জন এবং রাজ্যসভায় ২৫০ জন সদস্য বসতে পারেন।

চারতলা নতুন সংসদ ভবনে ১২২৪ জন সংসদ সদস্যের বসার ব্যবস্থা রয়েছে।

নবনির্মিত ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩৮৪ জন সদস্যের বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

যৌথ অধিবেশন শুধুমাত্র লোকসভা চেম্বারে অনুষ্ঠিত হবে।

নতুন সংসদ ভবনের জন্য মার্শালদের নতুন পোশাক থাকবে। নিরাপত্তার জন্য কঠোর ও নতুন করে ব্যবস্থা করা হবে।

সাংসদদের জন্য লাউঞ্জ, লাইব্রেরি, কমিটি রুম, খাবারের জায়গা এবং পর্যাপ্ত পার্কিংয়ের জায়গাও থাকবে।

প্রথমে এর ব্যয় ধরা হয়েছিল ৮৬১ কোটি টাকা। পরে ব্য়ায় পৌঁছে যায় ১২০০ কোটি টাকায়।