17 April, 2024

BY- Aajtak Bangla

মধ্যবিত্তের স্বপ্নের Pulsar 125-এর নতুন ভার্সান? দাম কত?

ভারতের সবচেয়ে জনপ্রিয় টু-হুইলারের তালিকা করলে তাতে বাজাজ Pulsar-এর নাম আসবেই। 

Pulsar-এর ১২৫ সিসি ভার্সানের নতুন ২০২৪ ভার্সান আনতে পারে বাজাজ। আপডেটেড ভার্সানটি কেমন?

লেটেস্ট ভার্সানে স্টাইলিংয়ে কিছু বদল করা হয়েছে। সেই সঙ্গে মাইলেজ নিয়েও বেশ আত্মবিশ্বাসী সংস্থা। 

Pulsar 125 2024-এর সবচেয়ে লক্ষণীয় বদলটি হল নতুন থ্রি-স্পোক অ্যালয় হুইল ডিজাইন। এর আগে ৬-স্পোক সেটআপ ছিল।

Pulsar 125 2024-এ আগের মতোই 125cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থাকছে। 10bhp এবং 10.8 Nm টর্ক। 

নতুন এলইডি হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটর রয়েছে। বেশ একটি প্রিমিয়াম ব্যাপার রয়েছে। 

সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল আছে। তাতে স্পষ্ট এবং ডিটেইলড রাইডিং ডিটেইলস পেয়ে যাবেন। 

পালসার ১২৫-এর বর্তমানে এক্স-শোরুম দাম ৮১,৪১৪ টাকা। ২০২৪ ভার্সানে ৪-৫ হাজার টাকা দাম বাড়তে পারে। 

এই সেগমেন্টে Pulsar 125-এর মূল টক্কর হল Honda SP 125 এবং TVS Raider 125-এর সঙ্গে।