রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণের টাকা কতদিনে-কীভাবে মেলে?

08 June, 2023

দুর্ভাগ্যবশত রেল দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হলে বা মারা গেলে ক্ষতিপূরণের পরিমাণ দেওয়া হয়। এর পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারও ক্ষতিপূরণ ঘোষণা করে।

শুক্রবার ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের স্বজনদের প্রত্যেককে ২ লক্ষ টাকা দেওয়া হবে, এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকার তার রাজ্যে মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ওড়িশা সরকারও তার রাজ্যে মৃতদের আত্মীয়দের ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

ট্রেন দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের পরিমাণ সংশোধন করে, ক্ষতিপূরণের প্রাথমিক পরিমাণ অনেক ক্ষেত্রে ৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৮ লক্ষ টাকা করা হয়েছে।

ট্রেন দুর্ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন ক্ষতিপূরণ দেওয়া হয়। কোনও ব্যক্তির দৃষ্টিশক্তি হারিয়ে গেলে বা শ্রবণশক্তি বন্ধ হলে তাকে ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

ট্রেন দুর্ঘটনায় আঘাতের তীব্রতার উপর নির্ভর করে আহত যাত্রীকে ৩২,০০০ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।

রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৩ অধ্যায়ে বলা হয়েছে যে, ট্রেনে কাজ করার সময় দুর্ঘটনা ঘটলে, যাত্রী বহনকারী ট্রেনের মধ্যে সংঘর্ষ বা যাত্রী বহনকারী ট্রেন লাইনচ্যুত হলে নিততদের পরিবারকে ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

রেলওয়ে আইন, ১৯৮৯-এর ধারা ১২৫-এর অধীনে, মৃতের পরিবার ক্ষতিপূরণের জন্য রেলওয়ে দাবি ট্রাইব্যুনাল (RCT)-এর কাছে আবেদন করতে পারেন৷ আহত এবং মৃতদের ভ্রমণের যাবতীয় তথ্য সহ সমস্ত বিবরণ জমা দিতে হবে।

RCT থেকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে রেলওয়েকে এই ধরনের ক্ষেত্রে একটি লিখিত বিবৃতি দিতে হবে। RCT-তে দায়ের করা মামলার শেষ শুনানির ২১ দিনের মধ্যে শেষ করা উচিত। রেলওয়ের ওয়েবসাইট www.indianrailways.gov.in এই সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।