18 MAY 2025

BY- Aajtak Bangla

২০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, বদলে যাচ্ছে এই নিয়ম

যদি আপনার পকেটে কিংবা ঘরে এই মুহূর্তে ২০ টাকার নোট থাকে, তবে এই খবর খুব গুরুত্বপূর্ণ। 

RBI-এর তরফে জানানো হয়েছে শীঘ্রই বাজারে আনা হচ্ছে ২০ টাকার নয়া নোট। 

নতুন ২০ টাকার নোটে RBI-এর বর্তমান রাজ্যপাল সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে। 

নতুন ২০ টাকার নোটের বিশেষত্ব এবং নকশা বর্তমান নোটের থেকে অনেকটা আলাদা হবে। 

তবে ২০ টাকার নতুন নোটেও দেখা যাবে একই রকম সবুজ রং এবং ইলোরা গুহার ছবি। 

তবে RBI-এর তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, পুরনো ২০ টাকার নোটও আইনসিদ্ধ। 

RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর না থাকলেও চলবে সেই ২০ টাকার নোট। 

শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তেই RBI গভর্নরের স্বাক্ষর সহ নোট প্রকাশ করা হচ্ছে। 

এই সিদ্ধান্তের জন্য ২০ টাকার নোটের ব্যবহারে কোনও প্রভাব পড়বে না। মুদ্রার মূল্যেও হেরফের হবে না।