09 JUNE, 2023

BY- Aajtak Bangla

৫০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা করল RBI

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঘোষণা করল যে ৫০০ টাকার নোট বাতিল করা হচ্ছে না।

 যেহেতু ৫০০ টাকার নোট বাতিল করা হচ্ছে না, সুতরাং গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না।

RBI জানিয়েছে, প্রচলিত ২০০০  টাকার নোটের ৫০ শতাংশ ফিরে এসেছে। 

 যে নোটগুলি ফেরত এসেছে হয়েছে তার মূল্য ১.৮২ লক্ষ কোটি টাকা।

ফেরত আসা নোটগুলির মধ্যে ৮৫ শতাংশ নোট ব্যাঙ্কে জমা হিসেবে ফিরে এসেছে

১৯ মে ২০২৩ এ RBI ২০০০ টাকার নোট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কিন্তু নোটগুলো লিগ্যাল টেন্ডারে থাকবে।

 অর্থাৎ নোটের চালান বন্ধ কিন্তু পুরনো নোটে জমা করানো যাবে।

৩০ সেপ্টেম্বর অবধি মানুষ ২০০০ টাকার নোট জমা ও বদলাতে পারবে।