5 March, 2024

BY- Aajtak Bangla

ডার্ক সার্কেল হবে আচমকা ভ্যানিশ, জানুন ম্যাজিক টোটকা 

বয়স বাড়লে অনেক নারী ও পুরুষ চোখের নিচে কালো দাগ দেখা দেয়। ডার্ক সার্কেল নষ্ট করে সৌন্দর্য।

ঘুমের অভাব, ত্বক পাতলা , পুষ্টির অভাব, আলো নিভিয়ে মোবাইল দেখা- ডার্কসার্কেল তৈরি হয়।

ঘরোয়া প্রতিকারেই ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন। চোখের তলায় লাগান ৪ সবজির রস। 

আলু কুচি করে রস বের করুন। তুলোয় ডুবিয়ে ডার্ক সার্কেলে লাগান। ১৫ মিনিট পর পরিষ্কার করুন।

আলুর রসের সঙ্গে মধু মিশিয়ে চোখের নিচে লাগাতে পারেন। ত্বকের আর্দ্রতা বাড়ায়।

টমেটো পিষে ২-৩ ফোঁটা লেবুর রস যোগ করুন। ১০ মিনিট লাগিয়ে রাখুন।

নারকেল তেলের সঙ্গে এক চামচ কফি মেশান। ১৫ মিনিট লাগান। ভুলেও ঘষবেন না।

আঙুল বা তুলোর সাহায্যে নারকেল তেল লাগান ডার্ক সার্কেলে। সারারাত রাখুন। 

ডার্ক সার্কেল দূর করতে রোজ ৩ লিটার জল খান। ঝাল-মশলার খাবার একদম খাবেন না।

ডার্ক সার্কেল দূর করতে রাতে আলো নিভিয়ে মোবাইল ঘাঁটবেন না। তাড়াতাড়ি ঘুমোন। ঘুমের যেন ঘাটতি না হয়।