BY- Aajtak Bangla

গোটা বাড়িকে বানিয়ে ফেলুন মশারি,  ধোঁকা খেয়ে পালাবে মশার দল

9 Sep, 2024

বর্ষাকালে আমরা গরম থেকে স্বস্তি পাই, কিন্তু মশা ও অন্যান্য পোকামাকড় মানুষকে কষ্ট দিতে থাকে।

রাসায়নিক ধোঁয়া বা স্প্রে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে মশা তাড়ানো যায়। কীভাবে? জেনে নিন।

সূর্যাস্তের পর জানলা- দরজা বন্ধ রাখুন যাতে মশা ঘরে না ঢুকতে পারে।

ঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখুন। স্টোররুম বা রান্নাঘরের প্রতিটা কোণা পরিষ্কার রাখুন যাতে তারা বাসা না বাঁধতে পারে।

বাড়ির বাইরে ময়লা জমতে দেবেন না। বাড়ির চারপাশের ড্রেনগুলি ঢেকে রাখুন।

কাটা লেবুর মধ্যে লবঙ্গ ঘরের কোণায় রাখলে পালাবে মশা।

রসুনে লবঙ্গ গুঁড়ো করে একটি জলের বোতলে ভরে নিন, তারপর এই মিশ্রণটি ঘরে স্প্রে করুন।