22 JANUARY 2025

BY- Aajtak Bangla

এবার ৭৬তম নাকি ৭৭তম প্রজাতন্ত্র দিবস? অনেকেই ভুল করছেন

ভারতের গণতন্ত্রের অন্যতম গর্বের দিন প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস আসছে।

২৬ জানুয়ারি হল ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিন। 

 ভারত প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর পালন করছে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়।

ভারত অফিসিয়ালি প্রজাতন্ত্র দেশ হয়। অর্থাত্‍ যে দেশে জনতাই শেষ কথা।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট দেশ স্বাধীন হলেও সংবিধান পেতে অপেক্ষা করতে হয়েছিল আরও ৩ বছর।

এখন প্রশ্ন হল, ২০২৫ সালের ২৬ জানুয়ারি ৭৬তম নাকি ৭৭তম প্রজাতন্ত্র দিবস?

সঠিক উত্তরটি হল, ২০২৫ সালের ২৬ জানুয়ারি হবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস।

এবারের প্রজাতন্ত্র দিবসের থিম, 'সোনালি ভারত: ঐতিহ্য ও বিকাশ'।

এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হচ্ছেন এইচ ই প্রাবও সুবিয়ান্তো, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি।

এবারেই প্রথমবার তিনি ভারতে আসছেন।