25 October, 2024

BY- Aajtak Bangla

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়লোক কোন জেলার মানুষ? জানলে অবাক হবেন

২০২৩ সালে প্রকাশ পেয়েছিল নীতি আয়োগের একটি রিপোর্ট। সেই তালিকায় প্রকাশ পেয়েছিল, পশ্চিমবঙ্গের কোন জেলার আর্থিক অবস্থা ঠিক কীরকম।

২০১৫-১৬ এবং ২০১৯-২০২১ সালে পশ্চিমবঙ্গে ‘মাল্টিডায়মেনশনাল পভার্টি ইনডেক্স’ তুলনা করে দেখা গিয়েছে রাজ্যে আর্থিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।

২০১৯-২০২১ সালের রিপোর্ট অনুযায়ী কোন জেলা সবচেয়ে ধনী জানেন? শুধু টাকার ভিত্তিতে নয়, শিক্ষা, পুষ্টি-সহ জীবনের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে হিসেব করা হয়।

পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলা হল কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ও প্রধান বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রও বটে। কলকাতার মাথাপিছু আয় বেশি এবং দারিদ্র্যের হার কম।

শহরটি বেশ কয়েকটি বড় সংস্থা এবং ব্যবসার আবাসস্থল। কলকাতাও একটি প্রধান পর্যটন গন্তব্য, যা শহরের অর্থনীতিতে অবদান রাখে।

তাই অন্য সব জেলার তুলনায় আর্থিক ভাবে এগিয়ে রয়েছে কলকাতা জেলা।

উত্তর ২৪ পরগণাও একটি প্রধান শিল্প জেলা এবং এখানে বেশ কয়েকটি কারখানা ও মিল রয়েছে। তা ছাড়াও হুগলিও একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প জেলা। হাওড়াতেও একইভাবে আর্থিক অবস্থা অনেকটাই বেশি ভাল।

২০১৫-১৬ সালের রিপোর্টে কলকাতা জেলায় দারিদ্রসীমার নীচে রয়েছে জনসংখ্যার ২.৭২ শতাংশ মানুষ।