বিদ্যুতের বিল আসবে না! টাকা দেবে কেন্দ্র

16 August 2023

BY- Aajtak Bangla

বিদ্যুতের বিল থেকে বাঁচার উপায়। বাড়ির ছাদে লাগিয়ে নিতে পারেন সোলার প্যানেল।

কেন্দ্র গ্রিন এনার্জি বা অপ্রচলিত শক্তি ব্যবহারের জন্য উত্‍সাহ দিচ্ছে। যার নির্যাস, কেন্দ্র শুরু করেছে সোলার রুফ টপ যোজনা। 

এই স্কিমে বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে মোটা অঙ্কের ভর্তুকি দেবে সরকার।

সোলার প্যানেলে সরকারি সাবসিডি পেতে গেলে Discom প্যানেলের অন্তর্গত সেলরের থেকে সোলার প্যানেল লাগাতে হবে।

তিন কিলোওয়াট পর্যন্ত রুফ টপ প্যানেলে সরকার ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়।

১০ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলে সরকারি ভর্তুকির পরিমাণ ২০ শতাংশ পর্যন্ত।

দুই কিলোওয়াটের সোলার প্যানেল ছাদে বসাতে খরচ হয় মোটামুটি ১ লক্ষ ২০ হাজার টাকা।

সরকারি ভর্তুকি মেলায় আপনার খরচ পড়বে ৭২ হাজার টাকা। সরকার আপনাকে ৪৮ হাজার টাকা ভর্তুকি দেবে।

সোলার প্যানেলের মেয়াদ ২৫ বছর হয়। অর্থাত্‍ একবার খরচ করে বসালে দীর্ঘ সময় বিদ্যুতের বিল থেকে মুক্তি।