4 September, 2023
BY- Aajtak Bangla
বাজারে বহু প্রতীক্ষিত নতুন বুলেট 350 আনল Royal Enfield
নতুন বুলেটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে
বুলেটই রয়্যাল এনফিল্ডের সবচেয়ে পুরনো ও বিখ্যাত মডেল
এবার বুলেটের নেক্সট জেনারেশনের মডেল এল। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে।
লুক আর ডিজাইন নতুন মডেলে সবচেয়ে বড় পরিবর্তনটি হল এর সিঙ্গেল পিস সিটার। বাইকের সিট আগের থেকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে।
এ ছাড়া হ্যান্ডেলবারেও বদল করা হয়েছে। আপরাইট রাইডিং পজিশন, স্কোয়ার কাট সাইড বক্স, টেল লাইট হাউজিংও ক্লাসিকের মতো করা হয়েছে।
ইঞ্জিন ও পারফর্ম্যান্স বাইকটিতে ৩৪৯ সিসি-র একটি সিঙ্গেল-সিলিন্ডার, লং-স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
সাসপেনশন এবং ব্রেকিং মোটরের সামনে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবজারভার সাসপেনশন রয়েছে। নতুন বুলেট 50-এ একটি 300 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে।
ফিচার্স একটি নতুন ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও একটি এলসিডি স্ক্রিন রয়েছে। তার সঙ্গে USB পোর্টও আছে।
কোম্পানি মোট ৩ ভেরিয়েন্টে নতুন বুলেট আনা হয়েছে। এর মধ্যে মিলিটারি রেড অ্যান্ড ব্ল্যাক, মেরুন-ব্ল্যাক এবং বুলেট ব্ল্যাক গোল্ড রয়েছে।
ক্লাসিক থেকে কতটা সস্তা? নতুন বুলেটের বেস মডেলের দাম প্রায় ১.৭৪ লক্ষ টাকা থেকে শুরু। Classic 350-র থেকে সস্তা এই মডেল।