12 JULY, 2023
BY- Aajtak Bangla
শীঘ্রই Classic 350-র Bobber ভার্সান আনছে রয়্যাল এনফিল্ড। সেই সঙ্গেই একটি নতুন বুলেটও তৈরি করছে রয়্যাল এনফিল্ড।
একাধিক রিপোর্ট অনুযায়ী, বিষয়টি আপাতত গোপন রাখতে চাইছে রয়্যাল এনফিল্ড। 'J1B' কোড নেম দিয়ে এই মোটরসাইকেলটি তৈরি করা হচ্ছে।
বুলেটের চাকা তুলনামূলকভাবে সরু বলে অভিযোগ ছিল। এবার সেটায় বদল আনা হতে পারে। সেই সঙ্গে একটি ছোট ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আরও ভাল ফিট-ফিনিশ থাকতে পারে।
এখনও পর্যন্ত, Jawa, Yezdi এবং Honda এই সেগমেন্ট দখলের লড়াইয়ে ছিল। এবার হার্লে ডেভিডসন, ট্রায়াম্ফের মতো নামী ব্র্যান্ডও এই সেগমেন্টে ঢুকে পড়ছে।
এখনও পর্যন্ত, Jawa, Yezdi এবং Honda এই সেগমেন্ট দখলের লড়াইয়ে ছিল। এবার হার্লে ডেভিডসন, ট্রায়াম্ফের মতো নামী ব্র্যান্ডও এই সেগমেন্টে ঢুকে পড়ছে।
এর আগেও অন্য সংস্থাগুলি রয়্যাল এনফিল্ডের সঙ্গে প্রতিযোগিতায় খুব একটা সুবিধা করতে পারেনি। রয়্যাল এনফিল্ডের একটি আলাদা অনুরাগী গোষ্ঠী আছে।
কম দামে, ১.৫ লক্ষ-১.৭৫ লক্ষ টাকার সেগমেন্টে আরও বাইক আনতে চাইছে রয়্যাল এনফিল্ড। নতুন বুলেট আনলে সেটিও এই সেগমেন্টেই আনা হতে পারে।
এন্ট্রি লেভেল মডেল রয়্যাল এনফিল্ড হান্টারেরও বিক্রি বেশ ভাল হচ্ছে। যুবসমাজের মন কেড়েছে এই মডেল।