4 AUGUST, 2023

BY- Aajtak Bangla

ইলেকট্রিক বাইক আনছে  রয়্যাল এনফিল্ড

ইলেকট্রিক বাইক আনছে  রয়্যাল এনফিল্ড

বৈদ্যুতিক মোটরসাইকেলই ভবিষ্যত। মানছে রয়্যাল এনফিল্ডও। আর সেই কারণে বৈদ্যুতিক মোটরসাইকেল আনছে তারাও।

বর্তমানে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। আগামী ২০২৫-২৬ সালে তাদের প্রথম ই-বাইক লঞ্চ করবে রয়্যাল এনফিল্ড।

এমনটাই জানালেন, রয়্যাল এনফিল্ডের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল।

২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট প্রকাশ করেছে রয়্যাল এনফিল্ড। তারপর সাংবাদিক সম্মেলন করেন সিদ্ধার্থ লাল। 

রয়্যাল এনফিল্ড মানেই গমগম ইঞ্জিনের শব্দ।  ব্র্যান্ডের সঙ্গে কিছুটা এমন ইমেজই জড়িত। সেটি ভেঙে, নিঃশব্দ ইলেকট্রিক বাইক হিসাবে তারা কীভাবে নিজেদের গড়ে তোলে, সেটাই দেখার বিষয়। 

স্প্যানিশ বৈদ্যুতিক মোটরসাইকেল নির্মাতা স্টার্ক ফিউচারের সঙ্গে হাত মিলিয়েছে রয়্যাল এনফিল্ড। আপাতত পুরোটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

সিদ্ধার্থ লাল জানিয়েছেন, বাইকটি বাজারে আসতে প্রায় দুই বছর লাগতে পারে। আমরা এর পিছনে কঠোর পরিশ্রম করছি। প্রোটোটাইপ বানিয়ে রাইড করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ৩০ অগাস্ট রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে Bullet 350-র নতুন মডেল আনতে চলেছে। এর মধ্যেই একাধিকবার রাস্তাঘাটে পরীক্ষামূলকভাবে বুলেটটি চলতে দেখা গিয়েছে।

রয়্যাল এনফিল্ডের J-প্ল্যাটফর্মের থেকে এটি অনুপ্রাণিত। বর্তমানে ক্লাসিক 350, হান্টার 350, এবং Meteor 350-তেও এই একই প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।