27 AUG, 2023
BY- Aajtak Bangla
রয়্যাল এনফিল্ডই এখন দেশের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। কিন্তু বাইকের দামও নেহাৎ কম নয়।
অনেকেই তাই বাজেটের অভাবে নিজের স্বপ্নের বাইক কিনতে পারেন না।
তাদের জন্যই নয়া উদ্যোগ নিতে চলেছে রয়্যাল এনফিল্ড। সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করবে সংস্থা।
ইতিমধ্যেই রিওউন(Reown) নামে এক নয়া ব্র্যান্ডের ট্রেডমার্ক ফাইল করেছে রয়্যাল এনফিল্ড।
বিভিন্ন বড় ব্র্যান্ড, গাড়ি সংস্থা এভাবে তাদেরই সংস্থা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে।
কোনও সংস্থার শোরুম থেকে কেনা হলে দাম, মোটরসাইকেলের মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
একইভাবে ডুকাটি, ট্রায়াম্ফের মতো সংস্থারও সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রির ব্যবসা রয়েছে।
এর ফলে কম দামেই হান্টার, ক্লাসিক, বুলেট, মিটিয়র, ইন্টারসেপ্টর, হিমালয়ানের মতো বাইক কেনার সুযোগ পাবেন মধ্যবিত্ত ভারতীয়রা।
প্রসঙ্গত, শীঘ্রই নতুন ভার্সানের বুলেট ৩৫০ আনতে চলেছে রয়্যাল এনফিল্ড।