30 JULY, 2023
BY- Aajtak Bangla
জুলাই মাসে ভারতের বাজারে পরপর বেশ কয়েকটি বাইক এসেছে। তালিকায় হারলে-ডেভিডসন এবং ট্রায়াম্ফের মতো বড় কোম্পানির সস্তার বাইকও রয়েছে।
আগামী মাসে, অর্থাৎ অগাস্টে বাজারে তিন-তিনটি নতুন বাইক লঞ্চ হতে চলেছে।
এই তালিকায় Royal Enfield থেকে Hero MotoCorp এবং Honda-র মতো ব্র্যান্ড রয়েছে৷
160 সিসি থেকে 350 সিসি ইঞ্জিনের বিভিন্ন বাইক রয়েছে। চলুন জেনে অগাস্টে ঠিক কী কী নতুন মোটরসাইকেল আসছে বাজারে।
Hero Karizma: নতুন জেনারেশনের 'কারিজমা' আনছে হিরো। আগামী ২৯ অগাস্ট নতুন হিরো কারিজমা আসছে বাজারে। ২১০ সিসির হবে এই নতুন মডেল। এর দাম যদিও এখনও জানায়নি সংস্থা।
Honda SP 160: এবার তারই ১৬০ সিসির ভার্সান আনছে হোন্ডা। নতুন মডেলটির স্বাভাবিকভাবেই ১২৫ সিসির থেকে পিকআপ বেশি হবে।
Royal Enfield Bullet 350: Bullet 350-কে নতুন করে আনা হবে। নতুন বাইকের একটি টিজারও রিলিজ করেছে রয়্যাল এনফিল্ড। টিজার অনুসারে আগামী ৩০ অগাস্ট নতুন বুলেট 350 বাজারে আসছে।
Triumph 400: জুলাই মাসেই Triumph 400-এর দুইটি নতুন মডেল বাজারে এসেছে। Triumph Speed 400-এর দাম ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Harley Davidson X440: জুলাইতে Hero MotoCorp এবং Harley-Davidson-এর যৌথ উদ্যোগে ভারতের বাজারে Harley Davidson X440 এসেছে। বাইকের দাম ২.২৯ লাখ টাকা।