ইন্টারভিউতে সহজ প্রশ্ন ধরা হয়। আপনার স্মার্টনেস ও প্রত্যুৎপন্নমতিত্বের পরীক্ষা নেওয়া হয়।
সিভিল সার্ভিস বা সমমানের চাকরি জন্য এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়।
জেনেনিন এমন কিছু প্রশ্নের মজার উত্তর যা আপনাকে অন্যের থেকে এগিয়ে রাখবে।
প্রশ্ন- সেই জিনিসটি কী? যা লেখা এবং পড়া, দুটো কাজেই ব্যবহার হয়। কিন্তু কাগজ এবং পেন নয়।উত্তর- চশমা। কারণ এর উপযোগিতা লেখা-পড়া দুটো কাজই আমরা করতে পারি।
প্রশ্ন- i এবং j এর উপরে বসানো ডটকে কে কী বলা হয়?উত্তর- i এবং j এর উপরে বসানো ডট থাকে তাকে টাইটেল বলা হয়।
প্রশ্ন- এমন কোন পশু হয়েছে যা আহত হলে মানুষের মত বসে বসে কাঁদে?উত্তর- ভাল্লুক
প্রশ্ন- বে অফ বেঙ্গল কোন স্টেটে রয়েছে?উত্তর-লিকুইড স্টেটে
প্রশ্ন- ভারতের ঠান্ডা মরুভূমি কাকে বলা হয়?উত্তর- লাদাখকে ভারতের ঠান্ডা মরুভূমি বলা হয়।
প্রশ্ন- সোনার সেটি কোন জিনিস? যা সোনার দোকানে পাওয়া যায় না?উত্তর- চারপাই টুল।